আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেল বাংলাদেশ

| মঙ্গলবার , ২ আগস্ট, ২০২২ at ১০:৩৭ পূর্বাহ্ণ

অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ডি ৮ এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ ‘আন্তর্জাতিক শান্তি পুরস্কার’ পেয়েছে। তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক ড. নাজমুদ্দিন এরবাকান স্মরণে এ পুরস্কার দেওয়া হয়। খবর বিডিনিউজের।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান গতকাল সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন।

এসময় জর্জিয়া, তুর্কমেনিস্তান ও ডি-৮ এর দায়িত্ব পালনকারী রাষ্ট্রদূত মান্নান এরবাকান ফাউন্ডেশনের সভাপতির একটি চিঠিও প্রধানমন্ত্রীকে দেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাপক নাজমুদ্দিন এরবাকান ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ড. ফাতিহ এরবাকান প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধনাফ নদীর তীর ধরে সড়ক নির্মাণ প্রকল্পের ব্যয় বাড়ছে ১৬১%
পরবর্তী নিবন্ধচমেকে ১ম বর্ষ এমবিবিএস ও বিডিএস শিক্ষা কার্যক্রম উদ্বোধন