আন্তর্জাতিক মানে উন্নীতকরণের কাজ শেষ হবে আগামী বছর জুনে

কক্সবাজার বিমানবন্দর পরিদর্শনে সংসদীয় কমিটি

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ১৫ জানুয়ারি, ২০২২ at ১১:০৫ পূর্বাহ্ণ

কক্সবাজার বিমানবন্দরের আন্তজার্তিক মানের উন্নীতকরণের প্রথম পযার্য়ের কাজ আগামী বছর (২০২৩ সাল) জুন মাসে শেষ হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি আবদুস শহীদ। গতকাল শুক্রবার সকালে তাঁর নেতৃত্বে ওই কমিটির একটি প্রতিনিধি দল বিমানবন্দরের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, এই বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত হলে কক্সবাজারের দৃশ্যপটই বদলে যাবে। ইতোমধ্যে এই বিমানবন্দরে বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টি করা হয়েছে। বর্তমানে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের প্রথম পযার্য়ের তৃতীয় দফার কাজ চলছে। প্রতিনিধিদলের সদস্যরা শুক্রবার নবনির্মিত টার্মিনাল ভবনসহ অন্যান্য উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকতার্দের সাথে কথা বলেন।
এ সময় সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানান, আগামী মাসের পর থেকে কক্সবাজার বিমানবন্দরে দিবারাত্রি বিমান চলাচল শুরু হবে। বিমানবন্দরের লাইটিংয়ের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রতিনিধি দলে কমিটির অন্যতম সদস্য সাইমুম সরওয়ার কমল সহ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনৌকাকে ঠেকানোর কেউ নেই : আইভী
পরবর্তী নিবন্ধবিষমুক্ত লাউ চাষে সাফল্য