আন্তর্জাতিক মানের সেবা দিয়ে ওয়েল পার্ক অসামান্য অবদান রেখে চলেছে

সংবর্ধনা সভায় সৈয়দ সিরাজুল ইসলাম

| মঙ্গলবার , ১৭ অক্টোবর, ২০২৩ at ১০:৪১ পূর্বাহ্ণ

ওয়েল পার্ক রেসিডেন্সের সাধারণ সভা, পুরস্কার বিতরণ ও ৫মবারের মত সিআইপি মনোনীত হওয়ায় ওয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলামকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান গত শনিবার নগরীর জিইসি মোড়স্থ ওয়েল পার্ক রেসিডেন্সের ৯ম তলায় সেমিনার কক্ষে প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার এম এ মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সংবর্ধিত প্রধান অতিথি সৈয়দ সিরাজুল ইসলাম বলেন, সরকারের বাণিজ্য মন্ত্রণালয় থেকে বার বার সিআইপি মনোনীত হওয়ার এ গৌরব কেবল আমার নয়, এ গৌরব আমাদের ওয়েল পরিবারের। ওয়েল পার্ক রেসিডেন্স ওয়েল পরিবারের গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই, এ ওয়েল পার্কেও সকল কর্মকর্তাকর্মচারী ওয়েল গ্রুপের সকল অর্জনের গর্বিত অংশীদার। আন্তর্জাতিক মানের সেবা দিয়ে ওয়েল পার্ক অসামান্য অবদান রেখে চলেছে। বৈদেশিক বাণিজ্য ও পর্যটন শিল্পের বিকাশে দেশিবিদেশি পর্যটকদের আন্তর্জাতিক মানের সেবা দিয়ে ওয়েল পার্ক অসামান্য অবদান রেখে চলেছে। শেষে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।

আবু কাইয়ুমের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ডাইরেক্টর মনজুরুল আহসান, রানা মজুমদার, মামুন আল রশীদ, মোরশেদউল আলম, রিজাওয়ানুর ইসলাম, তানজির আমীর চৌধুরী, মেসবাহ উদ্দিন, সিরাজুল হক পারভেজ, আব্দুল মাবুদ, পলাশ, জিয়া উদ্দিন, মো. আরিফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশুলকবহর ওয়ার্ডে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে