অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তির্যক নাট্যদলের আয়োজনে ‘নাট্যভাষা বাংলা আমার’ বিষয়ক নাট্য-ভাবনা বিনিময় অনুষ্ঠান। যা আগামী ২১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩ টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) অনুষ্ঠিত হবে।
মহান একুশের চেতনাকে ধারণ করে তির্যক নাট্যদল প্রতিবছর ‘নাট্যভাষা বাংলা আমার’ শিরোনামে নাট্যায়োজন করে থাকে। এবার ভাষা দিবসের ৭০তম বার্ষিকীতে তির্যক নাট্যদলের ১৬তম আয়োজনের প্রতিপাদ্য বিষয় ‘নাট্য-ভাবনা বিনিময়’। টিআইসির সহযোগিতায় এই আয়োজনে অংশ নেবেন শিল্পী-সাহিত্যিক, নাট্যজনসহ সংস্কৃতজনরা। প্রেস বিজ্ঞপ্তি।












