এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান বলেছেন, আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে নারীদের পণ্যের মানোন্নয়ন, ডিজিটাল সক্ষমতা এবং বাজার গবেষণাকে প্রাধান্য দিতে হবে। তিনি গতকাল মঙ্গলবার চিটাগাং উইম্যান চেম্বারের উদ্যোগে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ সপ্তাহের সউইক কার্যক্রমের অংশ হিসেবে বিল্ডিং এ গ্লোবাল ব্র্যান্ড ফর উইম্যান–লিড এক্সপোর্ট বিজনেস : প্র্যাকটিক্যাল টুলস অ্যান্ড রিসোর্স শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চিটাগাং উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে নারী নেতৃত্বাধীন রপ্তানি খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বৈশ্বিক ব্র্যান্ড গঠনের কৌশল নিয়ে আলোচনা করেন অতিথিরা। বিশেষ অতিথি প্রাক্তন পরিচালক শারমিন হোসাইন নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক নেটওয়ার্কিং ও বাজার সমপ্রসারণে প্রাতিষ্ঠানিক সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।












