বাঁশখালীর গণ্ডামারা এলাকায় নির্মিতব্য ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ প্রকল্প গতকাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক–ই এলাহী চৌধুরী বীরবিক্রম। এর আগে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, ‘বর্তমান সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিদ্যুৎ কেন্দ্র গুলো দেশের বিদ্যুৎ চাহিদা পুরণে সক্ষম হবে’।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে যদি জ্বালানির দাম সহনশীল হয়, বাংলাদেশে বিদ্যুতের অভাব থাকবে না। এলএনজি, কয়লার দাম সহনশীল হলে বিদ্যুতের ঘাটতি থাকবে না। আমাদের ২৬ হাজার মেগাওয়াট ক্যাপাসিটি আছে, লাগবে ১৬ হাজার।’
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. হাবিবুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (গ্রেড–১) মো. মাহাবুবর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, পাওয়ার গ্রিড কোম্পানী অব বাংলাদেশ লি. (পিজিসিবি) এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া, বিদ্যুৎ বিভাগ পাওয়ার সেল এর মহাপরিচালক মো. হোসেন, প্রমুখ।