আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এক বাণীতে বলেন, প্রবীণ দিবসের এবারের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘মর্যাদাপূর্ণ বার্ধক্য : বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’। আমি মনে করি প্রতিপাদ্যটি যথার্থ ও সময়োপযোগী হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। যুগান্তকারী এ সিদ্ধান্তের আলোকে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও ১৯৯১ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক উন্নতি, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পুষ্টি ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নের ফলে পৃথিবীতে মানুষের মৃত্যুহার যেমন কমেছে; তেমনি বেড়েছে মানুষের গড় আয়ু। একই কারণে বাংলাদেশেও প্রবীণ ব্যক্তির সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশের সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদে প্রবীণদের সামাজিক নিরাপত্তা বিধানের উল্লেখ রয়েছে। তিনি বলেন, ‘আমরা কতগুলো সাংবিধানিক ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চাই যেখানে দেশের সকল নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে; সমাজে সমতা প্রতিষ্ঠিত হবে। আমাদের লক্ষ্য সমাজের সকল ধরণের বঞ্চনা ও বৈষম্যের অবসান নিশ্চিত করা। গত ৫ আগস্ট ছাত্র–শ্রমিক–জনতা মিলে দেশে এক অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে আমাদের তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জাগিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ।’ তিনি ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস, ২০২৪’–এর সার্বিক সাফল্য কামনা করেন।
এদিকে আজ মঙ্গলবার সকাল ১০টায় চেরাগী মোড়ের দৈনিক আজাদী চত্বরে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে ‘দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি’ চট্টগ্রামের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ পরবর্তীতে র্যালির আয়োজন করা হয়েছে। সোসাইটির সকল আজীবন ও সাধারণ সদস্যদের উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য দি সিনিয়র সিটিজেন্স সোসাইটির চট্টগ্রামের সভাপতি এম.এ. সালাম ও সাধারণ সম্পাদক সিরাজুল হক আনসারী অনুরোধ জানিয়েছেন। অপরদিকে আজ সকাল ৯টায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মোহরা ৫নং ওয়ার্ড সংলগ্ন প্রবীণ হিতৈষী সংঘের হল রুমে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সংঘের সভাপতি একে সামশুদ্দীন খান ও সাধারণ সম্পাদক মোরশেদুল আলম কাদেরী।