আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে প্রবীণ হিতৈষী সংঘ চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে গত ১ অক্টোবর বিস্তারিত কর্মসূচি পালন করা হয়। পতাকা উত্তোলনের পর এক র্যালি শেষে চট্টগ্রাম বিভাগীয় শাখার মোহরা সম্মেলন কক্ষে সহ-সভাপতি মতিলাল দেওয়ানজীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মোরশেদুল আলম কাদেরী, ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, আলহাজ্ব হাবিবুর রহমান, হাজী মো. আবু তাহের, রেবতী মোহন নাথ, আইয়ুব আলী চৌধুরী দুলাল প্রমুখ। সভায় বক্তারা প্রবীণদের মানোন্নয়নে পৃথিবীর বিভিন্ন দেশে যে সব সুযোগ সুবিধা রয়েছে, সেগুলো আমাদের দেশেও বাস্তবায়ন করার দাবি জানান।
মোহরা শতায়ু মর্নিং ফ্রেন্ড ক্লাব : মোহরা শতায়ু মর্নিং ফ্রেন্ড ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে নাটাব চট্টগ্রামের সৌজন্যে মাস্ক বিতরন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোরশেদুল আলম কাদেরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলহাজ্ব খায়রুল বাশার ।
উপস্থিত ছিলেন নাসির উদ্দিন, নুরুন্নবী, মনজ কুমার দত্ত, মাহাবুবুল আলম, ইঞ্জিনিয়ার লোকমান হাকিম, মাষ্টার কামাল উদ্দিন, ডা. দেবাশিষ দে, ফিরোজ খান, দিপু ধর, মাষ্টার জাহাংগীর আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।