আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের কর্মসূচি শুরু

| মঙ্গলবার , ২৬ নভেম্বর, ২০২৪ at ১০:৩৮ পূর্বাহ্ণ

নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধের দাবিতে বিশ্বব্যাপী গতকাল সোমবার থেকে শুরু হয়েছে সিক্সটিন ডেজ ক্যাম্পেইন অন ভায়োলেন্স এগেইন্স ওমেন। প্রতিবছরের মতো নারী অধিকার প্রতিষ্ঠায় কর্মরত অধিপরামর্শমূলক জাতীয় মোর্চা নারী যোগাযোগ কেন্দ্র চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শুরু হয়েছে নারীর প্রতি সহিংসতানির্যাতন বন্ধে প্রচারাভিযান।

গতকাল ফিরোজশাহ্‌ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে শোভাযাত্রা, কথামালা ও কিশোরীদের ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। বিভিন্ন শ্লোগান নিয়ে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড প্রদর্শন করে এবং মেয়ে শিশু ও নারীদের প্রতি নির্যাতন বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে আরো সতর্ক ও কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

নারী যোগাযোগ কেন্দ্র চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আহ্বায়ক সালমা জাহান মিলির সভাপতিত্বে ও সমন্বয়কারী রীপা পালিতের সঞ্চালনায় কথামালায় অংশগ্রহণ করেন ফিরোজশাহ্‌ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও হাজী আব্দুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, উন্নয়ন কর্মী শিরিন মোস্তফা।উল্লেখ্য, নারী যোগাযোগ কেন্দ্রের উদ্যোগে ক্যাম্পেইনের অংশ হিসেবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত নানা কর্মসূচি পালিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅপর্ণাচরণ সিটি কর্পো’ স্কুল এন্ড কলেজ প্রাক্তন শিক্ষার্থী পরিষদ গঠন
পরবর্তী নিবন্ধপ্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে চবি এলামনাই এসোসিয়েশনের সহায়তা