আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৩ অক্টোবর, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’। দিবসটি উদযাপন উপলক্ষে চট্টগ্রামে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসন জানায়, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯ টায় সার্কিট হাউসে এবং সকাল ১০ টায় এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠ থেকে র‌্যালি বের করা হবে। ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হবে। এছাড়া আলোচনা সভাও হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

জানা যায়, ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদযাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধঅক্টোবর মাস জুড়ে কর্মসূচি নিয়ে সরব থাকবে নগর আ. লীগ
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানের মামলা