আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সনদ ইউনাইটেড ন্যাশনস কনভেনশন এগেইনস্ট করাপশন (ইউএনসিএসি) –এর আলোকে পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হবে। দুর্নীতি দমন কমিশন সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে দিবসটি পালন করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের মহাপরিচালক ড. এ কে এনামুল হক উপস্থিত থাকবেন।












