আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ

| রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:২১ পূর্বাহ্ণ

তথ্য অধিকার সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ রোববার ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’ পালন করা হবে। ইউনেস্কো স্বীকৃত দিবসটি প্রতিবছর ২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ’। খবর বাসসের।

এটি আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস২০২৫ এ ইউনেস্কোর নির্ধারিত থিম ‘দ্য রাইট টু ইনফরমেশন ইন দ্য ডিজিটাল এইজ ফর দ্য প্রটেকশন অব দ্য এনভারমেন্ট’ এর সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষে ঢাকাসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে আগামীকাল বিকেল ৩টায় ঢাকার আগারগাঁওয়ে তথ্য কমিশনের অডিটোরিয়ামে আলোচনা সভা হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তথ্য কমিশনের সচিব নূর মো. মাহবুবুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম।

পূর্ববর্তী নিবন্ধনগরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসংস্কার নিয়ে ১৪ মাস পরেও কেন আলোচনা, প্রশ্ন খসরুর