আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে বাংলাদেশি আম্পায়ার ও ম্যাচ রেফারিদের ঠাসা শিডিউল

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:২৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের আম্পায়ার ও রেফারিদের কদর বাড়ছে। দেশের বাইরে আন্তর্জাতিক আসরগুলোতে বাংলাদেশি পুরুষ ও নারী আম্পায়ারদের সঙ্গে ডাক পড়ছে ম্যাচ রেফারিদেরও। শুধু খেলা পরিচালনার দায়িত্বই নয়, পারফরম্যান্সেও নিজেদের দক্ষতার প্রমাণ দিচ্ছেন বাংলাদেশিরা। যে কারণে সুনামও বেড়েছে বহুগুণ। এখন ক্রিকেটবিশ্ব জানে, বাংলাদেশিরা ম্যাচ পরিচালনা ও রেফারিংয়ে দক্ষ। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনার পর্যাপ্ত সামর্থ্য আছে তাদের। চলতি বছরই নারী ও পুরুষ মিলে পাঁচটি ভিন্ন আসরে খেলা পরিচালনার দায়িত্বে থাকবেন বাংলাদেশি আম্পায়ার ও ম্যাচ রেফারিরা। গত মঙ্গলবার দেশে ফিরেছেন মোর্শেদ আলী খান সুমন। তিনি টিটোয়েন্টি বিশ্বকাপের এশিয়া কোয়ালিফায়ার ‘এ’এর ম্যাচ পরিচালনা করেছেন। ২৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর মালয়েশিয়ায় হয়েছিল এই ক্রিকেট আসর। এরপরের আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট আরেক বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের। আগামী ১৪ থেকে ২৭ সেপ্টেম্বর কানাডায় ‘ক্রিকেট বিশ্বকাপ কোয়ালিফায়ার ২’তে খেলা পরিচালনা করবেন মুকুল। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় খেলা পরিচালনা করবেন তানভীর আহমেদ। ছেলেদের টিটোয়েন্টি বিশ্বকাপ ‘ইস্ট এশিয়া প্যাসেফিক সাব রিজিওনালবি’ অনুষ্ঠিত হবে দ. কোরিয়ায়, ২৬ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরে। এছাড়া নারী আম্পায়ার সাথিরা জেসমিন জেসি খেলা পরিচালনা করবেন নারী অনূর্ধ্ব১৯ টিটোয়েন্টির কোয়ালিফায়ার। ৪ থেকে ১৪ নভেম্বর আরব আমিরাতে হবে এই আয়োজন। অন্যদিকে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের গন্তব্য কানাডা। ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর ত্রিদেশীয় টিটোয়েন্টি আসরে ম্যাচ পরিচালনা করবেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধআর্জেন্টাইন কিপার মার্তিনেসের বিরুদ্ধে চড় মারার অভিযোগ
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে ক্রিকেট ফেস্ট শুরু