আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের আবু রাহাত

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২০ অক্টোবর, ২০২২ at ১১:০০ পূর্বাহ্ণ

কুয়েতে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় (ছোট গ্রুপ) তৃতীয় হয়েছে বাংলাদেশি হাফেজ আবু রাহাত। দেশটির আমির নওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

স্থানীয় সময় গতকাল বুধবার সকালে সালওয়ার নিকটবর্তী হোটেল রেজিন্সির হল রুমে বর্ণাঢ্য অনুষ্ঠানে তিন ক্যাটাগরির চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনূর্ধ্ব ১৩ বছরের গ্রুপে তৃতীয় হওয়ায় আবু রাহাত পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। ১১৭ টি দেশকে পেছনে ফেলে তিনি এই অ্যাওয়ার্ড অর্জন করেন।

গত ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া আন্তর্জাতিক এ প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান করে কুয়েতের ধর্ম মন্ত্রণালয়। তিন ক্যাটাগরিতে বাংলাদেশসহ অন্যান্য বিজয়ীরা পুরস্কার পেয়েছেন। এ প্রতিযোগিতায় কুয়েত, সৌদি আরব, মিশর, লিবিয়া ও ইয়েমেনের বিশেষজ্ঞ বিচারকরা দায়িত্ব পালন করেন। হাফেজ আবু রাহাত রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র।

বাংলাদেশ থেকে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হন এ কৃতী শিক্ষার্থী। আবু রাহাতের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার পইজুরি ইউনিয়নের পূর্বচর পইজুরি গ্রামে। সে রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। এর আগে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২০ পিএইচপি কোরআনের আলোয় প্রথম স্থান অধিকার করেন হাফেজ আবু রাহাত।

পূর্ববর্তী নিবন্ধচোরাই গরু ধরতে গিয়ে হাতির পায়ে পিষ্ট
পরবর্তী নিবন্ধখতিয়ানের জাল সই মুহুরি নকল সরবরাহ, আটক ১