মারকাজুত তাহফিজ ফাউন্ডেশনের উদ্যোগে ও গরিব উল্লাহ হাউজিং সোসাইটি, খুলশিস্থ চট্টগ্রাম দারুল খিদমাহ মাদরাসার ব্যবস্থাপনায় চট্টগ্রাম বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা এবং মোয়াল্লিম প্রশিক্ষণ কর্মশালা গতকাল শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। প্রধান প্রশিক্ষক ছিলেন শায়খ নেছার আহমদ আন-নাছেরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল খিদমাহ মাদরাসার পরিচালক মাওলানা মানজার হালিম বোখারী। উপস্থিত ছিলেন হাফেজ মুহাম্মদ তৈয়ব, মাওলানা ক্বারী ফজলুল করীম জিহাদী, মাওলানা মুসলিম উদ্দীন, মাওলানা মাহমুদ মুজিব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নদভী বলেন, মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল বিশ্বে বাংলাদেশের সুমাম-সুখ্যাতি বৃদ্ধির ক্ষেত্রে অনন্য অবদান রেখে যাচ্ছে। বাংলাদেশের হাফেজরা বারবার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১ম, ২য়, ৩য় স্থান অর্জন করে এই সুনাম বয়ে আনছে। তিনি বলেন, শুদ্ধ তেলাওয়াতের পাশাপাশি আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণের মাধ্যমে হাফেজ ক্বারী নেছার আহমদ আন নাছিরী মানসম্মত হাফেজ ও ক্বারী তৈরি করে বিশ্ব দরবারে, বিশেষ করে মুসলিম বিশ্বে বাংলাদেশকে তুলে ধরার মাধ্যমে দেশ-জাতি ও মুসলিম মিল্লাতের জন্য অসামান্য অবদান রেখে যাচ্ছেন। বাংলাদেশে হিফজুল কুরআন প্রতিযোগিতার এ ধারা চালু করায় আল জামেয়া ইসলামিয়া পটিয়ার সাবেক মুহতামিম হাজী মুহাম্মদ ইউনুস (রাহ.) এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।