আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা বাংলাদেশের উদ্যোগে গত বুধবার আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে আন্তর্জাতিক কেরাত সম্মেলন–অনুষ্ঠিত হয়। তা’লীমুল কুরআন কমপ্লেক্স চট্টগ্রামের চেয়ারম্যান ও আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা বাংলাদেশের সভাপতি শায়খুল হাফেজ মাওলানা তৈয়ব (দা.বা.)’র সভাপতিত্বে তিলাওয়াত করেন শায়খ ক্বারী ঈদী শাবান (তানজানিয়া), শায়খ ক্বারী সৈয়দ সাদেক মুসল্লমি (ইরান), শায়খ ক্বারী ছবরুদ্দীন আব্দুর রহমান রহীম (ইন্দোনেশিয়া), শায়খ ক্বারী আহমদ হিজা (তানজানিয়া) সহ দেশীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারীবৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন রাষ্ট্রীয়, সামাজিক, সাংস্কৃতিক, আলেম, ওলামা, হাফেজ ও বিভিন্ন পেশাজীবী গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিনব্যাপী এই আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন নারায়ে তাকবীর আল্লাহু আকবর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ। আন্তর্জাতিক কেরাত সম্মেলনে বক্তারা বলেন, জাতি, ধর্ম বর্ণ সকলের হেদায়তের বাণী মহাগ্রন্থ আল–কোরআন। বিভিন্ন দেশ থেকে আগত আন্তর্জাতিক কারীগণের সুমধুর কণ্ঠে তেলাওয়াতে মুগ্ধ হন শ্রোতারা।