একবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উপলক্ষে আঞ্চলিক অফিস উদ্বোধন, সমবেত প্রার্থনা ও সমন্বয় সভা গত ২০ নভেম্বর নগরীর রহমতগঞ্জে অনুষ্ঠিত হয়। কুম্ভমেলা উপলক্ষে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেন রহমতগঞ্জে আঞ্চলিক অফিস উদ্বোধন করেন ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ।
শুভেচ্ছা বক্তব্য দেন, ঋষিধামের সন্ন্যাসী স্বামী সদচ্ছিদানন্দ মহারাজ। প্রধান অতিথি ছিলেন, একবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ বরণ দাশ। যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়াল বক্তব্য দেন, ঋষিকুম্ভ ও কুম্ভমেলা পরিষদের সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী।
প্রদীপ গুহের সঞ্চালনায় আসন্ন কুম্ভমেলা নিয়ে বক্তব্য দেন, তাপস কুমার নন্দী, তড়িৎ কান্তি গুহ, সাবেক কাউন্সিলর বিজয় কিষাণ চৌধুরী, শ্রীপ্রকাশ দাশ অসিত, পলাশ দাশ, সিদুল পাল, অনুপ পাল, রুমা দাশ, তুহিন দত্ত, পরাগ দত্ত, সুরঞ্জন দেব, অপু দত্ত, সুকুমার চৌধুরী, নগর বাঁশী শীল, পণ্ডিত মিথুন চক্রবর্তী সানু, পণ্ডিত প্রদীপ চক্রবর্তী, রুপন গুহ, সজল চৌধুরী, পিন্টু কর, সুজন কর, নির্মল শীল, সুমন গুহ, প্রবেল ধর পাবেল, মিন্টু চৌধুরী, ছোটন গুহ, অম্লান দত্ত, টিটন শীল, অভি পাল, রাসেল দত্ত, শুভ্রজিত দাশ তারেক, সজল দাশ, টিটন পাল, স্বদেশ পাল, সেগুন গুহ, নয়ন গুহ, শানু রুদ্র প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।