নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’ একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে। স্বল্পদৈর্ঘ্যটির মাধ্যমে প্রথমবার অভিনয়ে নাম লেখালেন হুমায়ূন আহমেদের নাতনি ও শীলা আহমেদের মেয়ে অনোরা। খবর বাংলানিউজের।
নুহাশ হুমায়ূন জানান, সাউথ বাই সাউথ-ওয়েস্ট চলচ্চিত্র উৎসবে ‘মশারি’ পুরস্কৃত হয়েছে। গত বুধবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে এটি ঘোষণা করা হয়। উৎসবে গত ১৩ মার্চ চলচ্চিত্রটি দেখানোর পর এই আয়োজনের জুরি মিডনাইট শর্ট হিসেবে এটিকে মনোনীত করে। ‘মশারি’র অনোরা ছাড়া আরো অভিনয় করেছেন ‘ন’ ডরাই’-খ্যাত তারকা সুনেরাহ বিনতে কামাল।