আন্তরিকতার সাথে কাজ করেছেন জেলা প্রশাসক

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ফজলে করিম এমপি

| রবিবার , ২৭ ডিসেম্বর, ২০২০ at ৯:৫০ পূর্বাহ্ণ

সরকারের রেলপথ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকে সরকারের সার্বিক উন্নয়নে ডিসি মোহাম্মদ ইলিয়াস হোসেন নিরলসভাবে কাজ করেছেন। করোনাকালীন সময়ে মানুষের পাশে থেকে সেবা দিতে গিয়ে স্বপরিবারে আক্রান্ত হয়েছিলেন তিনি। কোভিড আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা-সেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোকে সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন। চট্টগ্রামবাসী তাকে কখনো ভুলবে না।
গত ২৫ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর জিইসি মোড়স্থ একটি হোটেলে রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুলের পরিবারের পক্ষ থেকে আয়োজিত চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী জেলা প্রশাসক ইলিয়াস হোসেন ও তাঁর সহধর্মিণীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা চেয়ারম্যান বাবুল ও তার সহধর্মিণী।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এনডিসি বলেন, চট্টগ্রাম জেলার সামগ্রিক উন্নয়নে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। তার সাহসী ভূমিকা চট্টগ্রামবাসী স্মরণ রাখবে।
বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, জেলা প্রশাসক হিসেবে চট্টগ্রামে প্রায় তিন বছর দায়িত্ব পালনকালীন সময়ে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার চেষ্টা করেছি এবং এতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা পেয়েছি। চট্টগ্রামের মানুষ খুবই আন্তরিক।
রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহছানুল হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী ও দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনারের সহধর্মিণী লায়লা মাসুদা, জেলা প্রশাসকের সহধর্মিনী ফারহানা নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু হাসান সিদ্দিক, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল ও অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মশিউদ্দোলা রেজা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং চেম্বারের বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে পিপিই দিল আল্লামা রুমি সোসাইটি