আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ওমেন্স ক্রিকেট অ্যাকাডেমির শুভসূচনা

| মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ১০:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আসওয়াদ ক্রিকেট একাডেমি আয়োজিত ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্টে শুভসূচনা করেছে চট্টগ্রাম ওমেন্স ক্রিকেট অ্যাকাডেমি (সিডাব্লুসিএ)। গতকাল নেভি অ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে সিডাব্লুসিএ ২০ রানে নেভি অ্যাংকরেজ স্কুলকে পরাজিত করে। ম্যাচসেরা হয় বিজয়ী দলের সামিয়া। এর আগে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম এর অধ্যক্ষ কমান্ডার জাকারিয়া পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রিকেট সংগঠক, চট্টগ্রাম ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল্লাহ চৌধুরী। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আসওয়াদ ক্রিকেট একাডেমির হেড কোচ শাহরিয়ার বিন রুবেল, টিম ম্যানেজার মোস্তাফিজুর রহমান, নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম এর সহকারি শিক্ষক ও কো অর্ডিনেটর খন্দকার সাইফুল ইসলাম, আফরোজা বেগম, ফারাহানা নাজনীন, মুনতাহা আলম, বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ এর শিক্ষক শাহানা ইয়াছমিন, ওমেম মায়রা প্রমুখ। এ টুর্নামেন্টে বালক ও বালিকা বিভাগে ৬টি করে দল অংশগ্রহণ করছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-বরিশাল ম্যাচে খেলা হয়েছে ১৫ ওভার
পরবর্তী নিবন্ধগ্রীষ্মকালীন জাতীয় স্কুল ক্রীড়ায় দাবা ইভেন্টে চ্যাম্পিয়ন অনিন্দ্য