আন্তঃ সন্দ্বীপ ফুটবল একাডেমি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| রবিবার , ২৩ অক্টোবর, ২০২২ at ১১:০২ পূর্বাহ্ণ

শেখ রাসেল দিবস উপলক্ষে আন্তঃ সন্দ্বীপ ফুটবল একাডেমি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত শুক্রবার সন্দ্বীপ উপজেলা মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় শেখ ফজলুল হক মনি একাদশ ১-০ শেখ নাছের একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী শেখ ফজলুল হক মনি একাদশের পক্ষে গোল করেন দলীয় অধিনায়ক মো. সাদীপ হোসেন।

চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি মাহফুজুর রহমান মিতা এমপি। বিশেষ অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা।

বিশেষ অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইন উদ্দীন মিশন। উপস্থিত ছিলেন আবু তাহের,মো. জিল্লুর রহমান। সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলাউদ্দিন বেদন।

পূর্ববর্তী নিবন্ধভারতের সেরা ১০ সিনেমার দুটিই সত্যজিতের
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম উইজার্ড আয়োজিত ব্যাটল অফ ব্যাচেস ক্রিকেট কার্নিভ্যালের উদ্বোধন