আন্তঃ মেডিকেল কলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ

| শুক্রবার , ১৫ আগস্ট, ২০২৫ at ১০:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডিবেট ক্লাব আয়োজিত “আন্তঃ মেডিকেল কলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতার ২০২৫” সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বুড়য়ার সভাপতিত্বে কলেজ ক্যাম্পাসে গতকাল সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন ফারজানা পিংকি। অনুষ্ঠানে তাঁকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এতে স্পীকার হিসাবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সিনিয়র ভাইসপ্রেসিডেন্ট সাইফুদ্দিন মুন্না।

বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট এস.এম. মোরশেদ হোসাইন, কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারী মোঃ জাহিদুল হাসান, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নুরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ একেএম আশরাফুল করিম এবং কমিউনিটি মেডিসিন এণ্ড পাবলিক হেল্‌থের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোঃ জালাল উদ্দিন। অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, কার্যনির্বাহী কমিটির মেম্বার মোঃ হারুন ইউসুফসহ প্রিক্লিনিক্যাল, প্যারাক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল বিভাগ সমূহের অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে এবং তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশ মেডিকেল কলেজ। ডিবেটর অব দা ফাইনাল অত্র মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ইয়াসিন সাকিব এবং ডিনেটর অব দা টুর্নামেন্ট ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী তাগদিদ ইসলাম তুরাব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএপিক হেলথ কেয়ার লিমিটেডের সাথে সিভাসু’র স্বাস্থ্যসেবা সংক্রান্ত চুক্তি সই
পরবর্তী নিবন্ধসিডিএ’কে ৬২ লক্ষ টাকার পে অর্ডার তুলে দিল ৪০ জন প্লট মালিক