ক্লেমন আন্তঃ বিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে চট্টগ্রামের একমাত্র প্রতিনিধি সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। গতকাল বুধবার ঢাকা ইনডোর স্টেডিয়ামে নিজেদের তৃতীয় এবং শেষ গ্রুপ লিগ ম্যাচে সাউদার্ন ইউনিভার্সিটি ৬৯ রানের বিশাল ব্যবধানে রাজশাহী বিভাগের বরেন্দ্র ইউনিভার্সিটিকে পরাজিত করে। গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে সাউদার্ন আগে ব্যাট করে নির্ধারিত ৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬১ রান করে। আলম ও রুমি খান ৪০ রান করে এবং রতন ২৩ রান সংগ্রহ করেন। জবাবে ব্যাট করতে নেমে বরেন্দ্র ইউনিভার্সিটি ৯২ রান করে। সাউদার্নের ওপেনিং বোলার দীপ্ত দুই ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন। ম্যাচ সেরা হন বিজয়ী দলের রুমি। তার হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এদিকে দুটি করে ম্যাচ জিতে সাউদার্ন ইউনিভার্সিটি এবং সোনারগাঁও ইউনিভার্সিটির পয়েন্ট সমান হলেও হেড টু হেড ভিত্তিতে সাউদার্ন ইউনিভার্সিটি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। আজ সকাল ১০ টায় কোয়ার্টার ফাইনালে সাউদার্ন ইউনিভার্সিটির প্রতিপক্ষ ইউরোপীয়ান ইউনিভার্সিটি।