আন্তঃ জেলা মহিলা ব্যাডমিন্টন এককে চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়ন

| শনিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত দিনব্যাপী আন্তঃ জেলা মহিলা ব্যাডমিন্টন প্রতিযোগিতার একক ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা মহিলা দল। এছাড়া স্বাগতিক জেলা দল দ্বৈতে রানর্সআপ হওয়ার গৌরব অর্জন করে। সাগরিকাস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স জিমনেসিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার একক ইভেন্টে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার পক্ষে আয়নান তাজরিয়ান কুমিল্লা জেলা মহিলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে এককে চ্যাম্পিয়ন হয়। আর দ্বৈতে তিশি চৌধুরী ও আইনান তাজরিয়ান জুটি কুমিল্লা জেলার কাছে হেরে রানার্সআপ হয়। এই প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা অংশগ্রহণ করে।

সকালে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য নোমান আল মাহমুদ, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ওয়াহিদা নাহার। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দার চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক অহীদ সিরাজ চৌধুরী স্বপন অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সিনিয়র সহ সভাপতি আশরাফুন্নেসা মুন্নি, সহ সভাপতি রওশন আরা, খালেদা আউয়াল, সাধারণ সম্পাদক শর্মিষ্ঠা রায়, কোষাধ্যক্ষ পারভীন জালাল, সদস্য বোরহানা কবির, তানজিনা রহমানসহ বিভিন্ন জেলা সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবালকে বাঁশখালী এবং বালিকায় ফটিকছড়ি চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধগোল মিসের মহড়া দিয়ে পয়েন্ট হারালো মোহামেডান ব্লুজ