আন্তঃ জেলা মহিলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা আজ

| শুক্রবার , ২২ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত আন্তঃ জেলা মহিলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ। দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সাগরিকাস্থ বিভাগীয় মহিলা কমপ্লেক্স জিমনেসিয়ামে। এই প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১১ টি জেলার খেলোয়াড়গন অংশগ্রহণ করবে। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ..ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ওয়াহিদা নাহার। প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এর পরিচালক অহীদ সিরাজ চৌধুরী স্বপন।

পূর্ববর্তী নিবন্ধরক্ষণশীল অচলায়তন ভেঙে এগিয়ে চলছে নারীরা
পরবর্তী নিবন্ধজেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ