আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

| বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৯:৪৮ পূর্বাহ্ণ

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ও চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল ১৯ নভেম্বর সকালে চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজ মাঠে ২৪টি দলের অংশগ্রহনে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) চট্টগ্রাম পাঠান মো. সাইদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ, চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজ এস এম গিয়াসউদ্দিন বাবর। জেলা ক্রীড়া অফিসার চট্টগ্রাম আবদুল বারীর সভাপতিত্বে ও সরকারী শারিরীক শিক্ষা কলেজের প্রভাষক সাইফুল্লাহ মুনিরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ ও অংশগ্রহনকারী কলেজের শিক্ষক ও খেলোয়াড়বৃন্দ। উদ্বোধনী খেলায় সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ১ ০ গোলে সীতাকুণ্ড ডিগ্রী কলেজকে পরাজিত করে। একই দিনে অপর তিনটি ম্যাচে শাহ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজ ৪ ০ গোলে বার আউলিয়া ডিগ্রী কলেজকে, পটিয়া সরকারি কলেজ ৪ ০ গোলে খন্দকিয়া চিকদন্ডী শহীদ জিয়াউর রহমান কলেজকে পরাজিত করে। মোস্তাফিজুর রহমান ডিগ্রী কলেজ ও বরমা ডিগ্রী কলেজের মধ্যকার খেলাটি ১১ গোলে ড্র হয়। টুর্নামেন্ট চলবে ২৭ পর্যন্ত।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ফুটবল কমিটি গঠন
পরবর্তী নিবন্ধভারত ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের যুব বিশ্বকাপ অভিযান