ইস্পাহানী পরিবারভুক্ত স্কুল ও মাদ্রাসা সমূহকে নিয়ে আন্তঃ ইস্পাহানী স্কুল বালক ও বালিকা হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৪ সফলভাবে সমাপ্ত হয়েছে। ১৭ সেপ্টেম্বর হতে ২১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত উক্ত হ্যান্ডবল প্রতিযোগিতায় বালক ও বালিকা বিভাগে মোট ৬ টি করে স্কুল অংশগ্রহণ করে। বালক বিভাগের ফাইনালে স্বাগতিক ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ ৫–৪ গোলে ইস্পাহানী সিজিএস স্কুল বালক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকা বিভাগের ফাইনালে মির্জা আহমেদ ইস্পাহানী হাই স্কুল ৩ – ২ গোলে মির্জা আহমেদ স্মৃতি আদর্শ হাই স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতার ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আহমেদ শাহীন আলরাজি, বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ এর রেক্টর ও বিভাগীয় কো–অর্ডিনেটর লে: কর্ণেল (অব🙂 মইনুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাবেক হ্যান্ডবল খেলোয়াড় ও সিজেকেএস এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কাউন্সিলর কল্লোল দাশ, বাংলাদেশ হ্যান্ডবল রেফারীজ এসোসিয়েশনের সহকারী সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত, সাবেক হ্যান্ডবল খেলোয়াড় ও বাংলাদেশ জাতীয় যুব দলের সাবেক সহকারী কোচ মো. হায়দার আলী, চট্টগ্রাম জেলা হ্যান্ডবল রেফারীজ এসোসিয়েশনের সম্পাদক ও সাবেক হ্যান্ডবল খেলোয়াড় সোহেল আহমেদ, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক এবং প্রতিযোগিতার সমন্বয়কারী জনার্দন দেবনাথ, সপ্তর্ষি বড়ুয়া, মোহাম্মদ সাজ্জাদ, শরীফুল ইসলাম আদনান, মিজানুর রহমান, জেলা দলের সাবেক খেলোয়াড় ও হ্যান্ডবল সংগঠক সানি দত্ত, জেলা দলের খেলোয়াড় ও তৃণমূল পর্যায়ের হ্যান্ডবল প্রশিক্ষক আরাফাত রহমান। ইস্পাহানি গ্রুপ পরিচালিত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ মাঠে উপস্থিত থেকে সমাপনী খেলা উপভোগ করেন। গ্রুপ পর্বে বালক ও বালিকা উভয় বিভাগে মোট ৭টি করে খেলা অনুষ্ঠিত হয়। উভয় বিভাগের ফাইনাল খেলাসহ গ্রুপ পর্বের সকল খেলা পরিচালনা করেন বাংলাদেশ হ্যান্ডবল রেফারীজ এসোসিয়েশনের তালিকাভুক্ত এবং চট্টগ্রাম জেলা হ্যান্ডবল রেফারীজ এসোসিয়েশনের সদস্য আজিজুল হাকিম মুন্না, মো. আলমগীর, মো. আরাফাত হোসেন, ফারদিন ইসলাম প্রমুখ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলসমূহকে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা হ্যান্ডবল দলের বর্তমান খেলোয়াড়বৃন্দ প্রশিক্ষণ প্রদান করেন।