আন্তঃব্যাংক বাজারকে আরও সচলের পরামর্শ প্রধান নির্বাহীদের

খোলা বাজারে ডলার ১০৫ টাকা ছাড়িয়েছে

| মঙ্গলবার , ২৬ জুলাই, ২০২২ at ৩:৪৩ পূর্বাহ্ণ

বৈদেশিক মুদ্রা বিনিময় হারের ঊর্ধ্বগতি ও ডলার সংকট সমাধানের উপায় বের করতে ব্যাংকারদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ বৈঠকের পরামর্শ দিয়ে ব্যাংকের প্রধান নির্বাহীরা আন্তঃব্যাংকে ডলার কেনাবেচার বাজারকে আরও সচল করার ওপর গুরুত্বারোপ করেছেন। খবর বিডিনিউজের।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে ব্যাংকার্স বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা। বৈদেশিক মুদ্রা বাজার ও বিনিময় হারকে স্থিতিশীল করতে কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া পদক্ষেপের কথাও বৈঠকে ব্যাংকারদের জানানো হয়েছে।
সভা শেষে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) এর চেয়ারম্যান ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সেলিম আরএফ হোসেন সাংবাদিকদের জানান, ডলারের সংকট সমাধানে বাংলাদেশ ব্যাংক নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়নি। তিনি বলেন, আমরা গভর্নরকে বলেছি ডলারের ইন্টার ব্যাংক মার্কেটকে আরও সচল করা যাবে কীভাবে, সে বিষয়টিতে বলেছি। গভর্নর আমাদের কাছ থেকে তথ্যভিত্তিক সুপারিশ চেয়েছেন। গভর্নর আমাদের জানিয়েছেন বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে আগামিতে। বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ব্যাংক কর্মকর্তা ও ব্যাংকারদের সংগঠনের সঙ্গে বৈঠক করার বিষয়ে তিনি আশ্বস্ত করেছেন।
সোমবার আন্তঃব্যাংকে টাকার বিপরীতে ডলারের মান ক্রমেই বেড়ে হয়েছে ৯৪ দশমিক ৭০ টাকা, যা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। আবার চাহিদার বিপরীতে ডলার সংকট রয়েছে ব্যাংকগুলোতে। একই কারণে খোলা বাজারেও প্রতি ডলার ১০৫ টাকা ছাড়িয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ব্যাংকারদের অনিষ্পত্তি হওয়া রপ্তানি আয় সমাধান করতে তাগাদা দেওয়া হয়েছে। এতে ডলার সরবরাহ বাড়বে।

পূর্ববর্তী নিবন্ধভিকটিমকে জেরায় লাগবে আদালতের অনুমতি
পরবর্তী নিবন্ধসমুদ্রে মাছ ধরা নৌযান হবে একই রঙের