আন্তঃব্যাংকে ডলার উঠল ১০৯ টাকায়

| শুক্রবার , ১৬ জুন, ২০২৩ at ৪:৪৯ পূর্বাহ্ণ

বাণিজ্য ভারসাম্যে ও চলতি হিসাবের ঘাটতিতে গত অর্থবছরের তুলনায় অগ্রগতি হওয়ার মধ্যে আন্তঃব্যাংকে ডলারের বিনিময় হার উঠল রেকর্ড ১০৯ টাকায়। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক আন্তঃব্যাংকে ডলারের যে দর প্রকাশ করেছে, তাতে দেখা যায় ব্যাংকগুলো এ দরে একে অন্যের কাছে ডলার কেনাবেচা করেছে। খবর বিডিনিউজের।

বৈদেশিক লেনদেনের দুটি সূচকে অগ্রগতি হলেও ফাইন্যান্সিয়াল একাউন্ট ও ওভারঅল ব্যালেন্সে ঘাটতি বাড়ছে নতুন করে। এতে ডলারের উপর চাপ আরেকটু বাড়বে বলেই সতর্ক করে আসছেন অর্থনীতিবিদরা। খবর বিডিনিউজের।

আগামী অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংক আগামী ১৮ জুন ঘোষণা করতে যাচ্ছে। তার আগেই আন্তঃব্যাংকে ডলারের দর আরেকটু চড়ল।

পূর্ববর্তী নিবন্ধকালা বাচ্চুর গ্যাং লিডার চার সহযোগীসহ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধস্বাধীনভাবে সংবাদ প্রচারের ক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী