বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ আয়োজিত আন্তঃ বেপজা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল অনুষ্ঠিত হয়। ফাইনালে দ্বাদশ বিজ্ঞান ২–০ গোলে একাদশ বিজ্ঞানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ৬টি দল নিয়ে ৭ দিন ব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইপিজেড এর নির্বাহী পরিচালক মোঃ আবদুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্তি নির্বাহী পরিচালক আবদুল নুর, অতিরিক্ত নির্বাহী পরিচালক ও সিকিউরিটি কনসালটেন্ট মেজর (অবঃ) জাহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হক শিকদার। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের আহবায়ক এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক বিধান দত্ত, সার্বিক সহযোগিতায় ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কৃঞ্চ প্রাসাদ ধর। এসময় কলেজের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল মোমেন, অনিমেষ পাল, সৈয়দ মাহফুজুল আলম, রুহুল কাদের, জিয়াউর রহমান, এম এম জায়াদ, রোকাসান বেগম, নুসরাত জাহান পায়েল, ফারজানা ইয়াসমিন, আবুল ফজল এবং মোঃ হারুন। খেলা পরিচালনায় ছিলেন কলেজের ক্রীড়া শিক্ষক ফরহাদ হোসেন চৌধুরী। প্রধান অতিথি এবং সভাপতি তাদের বক্তব্যে বলেন লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীকে বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড থেকে ফিরিয়ে আনতে পারে। প্রধান অতিথি ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আরো টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন। পরের তারা পুরস্কার বিতরণ করেন।