আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসবে চবি চ্যাম্পিয়ন

বিশ্ব পরিবেশ দিবস

| সোমবার , ৩০ মে, ২০২২ at ৯:০৩ পূর্বাহ্ণ

 

অনলি ওয়ান আর্থ’এ স্ল্লোগানকে ধারণ করে ‘চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ও পরিবেশ অধিদপ্তর বিশ্ব পরিবেশ দিবস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠান গত ২৮ মে চবি চারুকলা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। সম্মানিত অতিথি ছিলেন চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চট্টগ্রমিের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুফিদুল আলম, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক হিল্লোল বিশ্বাস, রেকিট বেঙ্কিজার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সরবরাহ পরিচালক প্রদীপ কৃষ্ণমূর্তি, রেকিট বেঙ্কিজার বিডিএসএল এর সরবরাহ প্রধান জিয়া উদ্দীন এবং বেঙ্কিজার (বিডি) পিএলসি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইউডিএস এর মডারেটর চবি আইন বিভাগের প্রফেসর এ বি এম আবু নোমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিইউডিএসর সদস্য জান্নাতুল নাঈম। সমাপনী বিতর্ক প্রতিযোগিতায় সেমিফাইনাল এবং ফাইনাল রাউন্ডের বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল রাউন্ডে শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে হারিয়ে চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং সিলেট সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ২২ টি দল অংশগ্রহণ করে। উল্লেখ্য, আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসবের প্রথম পর্ব গত ২৭ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন সিইউডিএস অত্যন্ত সমৃদ্ধ একটি সংগঠন। একাডেমিক শিক্ষার পাশাপাশি এ সংগঠনের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, বিতর্ক মানুষকে যুক্তিবাদী হতে শেখায়। তর্কের খাতিরে তর্ক নয়; সুন্দর বাচনভঙ্গি, সাবলীল উপস্থাপনা এবং যুক্তির মাধ্যমে সত্য তুলে ধরাই হলো বিতর্কের অন্যতম লক্ষ্য। তিনি সিইউডিএসের সদস্যদের একাডেমিক শিক্ষার পাশাপাশি এ ধরণের সৃজনশীল কার্যক্রম অব্যাহত রেখে আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্রাজিল
পরবর্তী নিবন্ধইউএসটিসিতে একাডেমিক কাউন্সিলের সভা