আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে প্রিমিয়ার ইউনিভার্সিটি কোয়ার্টার ফাইনালে

| রবিবার , ২৩ নভেম্বর, ২০২৫ at ৭:১৭ পূর্বাহ্ণ

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি। গত ২১ নভেম্বর বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রিমিয়ার ইউনিভার্সিটি টাইব্রেকারে ৪২ গোলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে। এ জয়ে দলটি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। এর আগে একই দিনে সকাল ১০টায় একই মাঠে প্রিমিয়ার ইউনিভার্সিটি ১০ গোলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (চুয়েট) হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। দ্বিতীয়ার্ধের ৩১ মিনিটে গোলটি করেন প্রিমিয়ার ইউনিভার্সিটি দলের খেলোয়াড় তাহাসিন। দুই ম্যাচেই মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। উভয় খেলায় উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিম; প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী; স্পোর্টস কমিটির সদস্যসচিব ড. তাসনিম উদ্দিন চৌধুরী; সদস্য হোমায়রা নওশিন উর্মী, বদরুল হাসান আউয়াল, স্টিভ অস্কার ডি’ রোজারিও, জান্নাতুল ফেরদৌস, সৌমেন দত্ত, মাহমুদুল হাসান, এস. এম. তৌসিফ এবং ছাত্রকল্যাণ দপ্তরের কাউন্সিলর ফাইজা চৌধুরী। এছাড়া প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কোঅর্ডিনেটর, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, শিক্ষককর্মকর্তাকর্মচারী ও শিক্ষার্থীরা মাঠে উপস্থিত থেকে দলকে সমর্থন জোগান।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
পরবর্তী নিবন্ধসাকিবকে টপকে সর্বোচ্চ উইকেটের রেকর্ড তাইজুলের