আন্তঃবিশ্ববিদ্যালয় ওমেন্স ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু

| শুক্রবার , ১৬ জানুয়ারি, ২০২৬ at ৭:৪০ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি স্পোর্টস কমিটির উদ্যোগে আন্তঃবিশ্ববিদ্যালয় ওমেন্স ক্রিকেট চ্যাম্পিয়নশিপ গত বুধবার বায়েজিদ আরেফিন নগর ক্যাম্পাসে শুরু হয়েছে। সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী। সহকারী পরিচালক(ক্রীড়া) সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, স্পোর্টস কমিটির আহবায়ক ও সাধারণ শিক্ষা বিভাগের প্রধান মোহাম্মদ জমির উদ্দিন, প্রক্টর শেখ মো. হাবিব উল্লাহ, ডেপুটি রেজিস্ট্রার হেলাল নুর, ডেপুটি ডিরেক্টর মো. সাইদুল ইসলাম চৌধুরী, ইংরেজি বিভাগের প্রধান আরমান হোসেন চবির শারীরিক শিক্ষা বিভাগের ডেপুটি ডিরেক্টর মো. শোয়াইব, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। টুর্নামেন্টে পাঁচটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিপক্ষে সাউদার্ন ইউনিভার্সিটি এবং দ্বিতীয় খেলায় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির বিপক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জয়লাভ করে। টুর্নামেন্টের অপর দল চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।

পূর্ববর্তী নিবন্ধশারীরিক শিক্ষা কলেজে কাবাডি রেফারিজ কোর্সের উদ্বোধন
পরবর্তী নিবন্ধআইসিসি প্লেয়ার অব দা মান্থ হলেন মিচেল স্টার্ক, লরা উলভার্ট