বাংলাদেশ ভলিবল ফেডারেশনের উদ্যোগে ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামস্থ প্রশিক্ষণ মাঠে আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা গতকাল ৩ ফেব্রুয়ারি সকালে উদ্বোধন করা হয়। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ–সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ–সভাপতি মুহাম্মদ আনোয়ার পাশা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজুদ্দীন মো. আলমগীর। শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু এবং প্রতিযোগিতা প্রস্তুতি পরিষদের সদস্য ও সিজেকেএস কাউন্সিলর সাইফুল আলম খান। গতকাল উদ্বোধনী দিনে তিনটি খেলা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম ২–০ সেটে নোয়াখালীকে, খাগড়াছড়ি ২–১ সেটে নোয়াখালীকে এবং খাগড়াছড়ি ২–১ সেটে চট্টগ্রামকে পরাজিত করে। সিজেকেএস কাউন্সিলর কল্লোল দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ধুমকেতু মার্মা, সিজেকেএস কাউন্সিলর জাফর ইকবাল, ফারুক আহমেদ, শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক সাইফুল্লাহ মুনির, সিজেকেএস ভলিবল কমিটির যুগ্ম সম্পাদক শামীম আহমেদ, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের রেফারী প্যানেলের সদস্য দিলুর হক প্রমুখ।