নগরী ও নোয়াখালীর কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো– মো. রাশেদুল ইসলাম (২৮), মো. আবুল কালাম আজাদ (২২) ও নীরব শীল (২৯)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, নগরী ও নোয়াখালীর কোম্পানীগঞ্জে চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মো. রাশেদুল ইসলামের বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন থানায় চুরি ও অস্ত্রসহ নানা অপরাধে ৯টি মামলা আছে। চান্দগাঁও থানার মামলাটিসহ ১০টি মামলা রয়েছে।