আন্তঃজেলা পুরুষ ভলিবল প্রতিযোগিতা চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পর্ব আজ শুরু

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৪ জুন, ২০২৩ at ৬:৩৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আন্তঃজেলা পুরুষ ভলিবল প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পর্ব আজ রোববার থেকে শুরু হচ্ছে। প্রতিযোগিতা শুরু উপলক্ষে এক সংবাদ সম্মেলন গতকাল শনিবার বিকেলে সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস নির্বাহী সদস্য এবং ভলিবল কমিটির সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপন। তিনি জানান, ৪ জুন থেকে শুরু হয়ে এ প্রতিযোগিতা ৬ জুন পর্যন্ত সিজেকেএস প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় স্বাগতিক চট্টগ্রাম জেলা, কুমিল্লা, ফেনী, রাঙ্গামাটি, নোয়াখালী, হবিগঞ্জ, সুনামগঞ্জ, বান্দরবান ও কক্সবাজার জেলা অংশগ্রহণ করছে। প্রতিযোগিতা উপলক্ষে ১,৩০,০০০ টাকার বাজেট প্রণয়ন করা হয়েছে। স্পন্সর প্রতিষ্ঠান ম্যাক গ্রুপ ১,০০,০০০ টাকা প্রদান করেছেন। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও দলীয় কর্মকর্তা সমেত ১৪জন এবং রেফারী ও ফেডারেশনের কর্মকর্তাদের আবাসনের ব্যবস্থা করবে। বাংলাদেশ ভলিবল ফেডারেশন অংশগ্রহণকারী প্রত্যেক জেলাকে থোক বরাদ্দ হিসেবে ১০,০০০ টাকা করে প্রদান করবেন। দলসমূহের যাতায়াত, আহার ও অন্যান্য বিষয়সমূহ অংশগ্রহণকারী দলসমূহ বহন করবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চট্টগ্রাম জেলা দলের চীফ দ্যা মিশন হিসেবে সিজেকেএস সহ সভাপতি এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী (বাবুল) চট্টগ্রাম জেলা দলকে আর্থিক ও যাবতীয় বিষয়ে সহযোগিতা করছেন। আজ সকাল ১০টায় এম এ আজিজ ষ্টেডিয়ামস্থ প্রশিক্ষণ মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধান অতিথি সিজেকেএস সাধারণ সম্পাদক আ... নাছির উদ্দীন। সিজেকেএস সহ সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ম্যাক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন মুন্না, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস ভলিবল কমিটির ভাইস চেয়ারম্যান মো. শোয়াইব, যুগ্ম সম্পাদক শামীম আহমেদ, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, আলী হাসান রাজু, মো. সরওয়ার আলম চৌধুরী মনি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাফি স্মৃতি জুনিয়র ক্রিকেট লিগের ফাইনাল আজ
পরবর্তী নিবন্ধসুপার ফোরে পাথরঘাটা দূর্বার গোষ্ঠী