নগরীর খুলশী থানাধীন ওয়াসা মোড় এবং রাউজান উপজেলার পূর্ব রাউজান ফরেস্ট এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। গত মঙ্গলবার মধ্যরাত ও সকালে এসব ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হল- মো. রবিউল হাসান প্রকাশ রাকিব (৩০), মো. আবুল কালাম আজাদ প্রকাশ অভি (২০) ও এজাহারুল ইসলাম প্রকাশ জুয়েল (২৫)।
পুলিশ সূত্র জানায়, খুলশী থানাধীন ওয়াসা মোড় সংলগ্ন হাইলেভেল রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে অভিযান চালিয়ে এজাহারুল ইসলাম জুয়েল নামে চোর চক্রের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে চক্রের অন্য সদস্য রবিউল হাসান রাকিব ও আবুল কালাম আজাদ অভি মিলে মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে। জুয়েলের দেওয়া তথ্যের ভিত্তিতে রাউজান থানা পুলিশের সহায়তায় বুধবার সকালে পূর্ব রাউজান ফরেস্ট অফিস গেইটের সামনে পাকা রাস্তার ওপর থেকে রবিউল হাসান রাকিব ও আবুল কালাম আজাদ অভিকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান জানান, গ্রেপ্তার তিনজনের মধ্যে মো. রবিউল হাসান রাকিবের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।