চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত মুজিববর্ষ আন্তঃজেলা ক্রীড়া সপ্তাহে অংশগ্রহণকারী চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থা ব্যাডমিন্টন ইভেন্টে সাফল্য অর্জন করেছে। ব্যাডমিন্টনে মেয়েদের দ্বৈত বিভাগে তিশি চৌধুরী-আইনান তাজরিয়ান জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া ব্যাডমিন্টন এককে চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থা রানার্স আপ, ভলিবলে রানার্স আপ, এ্যাথলেটিঙে ১০০ ও ২০০ মিটারে ২য় স্থান অর্জন করে। চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী এবং সাধারণ সম্পাদিকাসহ সকল কর্মকর্তাবৃন্দ সকল খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন।
 
        
