আন্তঃকর অঞ্চল ফুটবল টুর্নামেন্ট শুরু

| বুধবার , ১১ অক্টোবর, ২০২৩ at ১০:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কর বিভাগের উদ্যোগে আন্তঃ কর অঞ্চল ফুটবল টুর্নামেন্ট গতকাল মঙ্গলবার বিকেলে আগ্রাবাদ বহুতলা সরকারি কলোনি মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী দিনের খেলায় কর অঞ্চল চট্টগ্রামচার ৩২ গোলে কর অঞ্চল চট্টগ্রামএক দলকে পরাজিত করেছে। বিজয়ী দলের ফরিদ, ইমরান ও সিরাজুল মুনির এবং বিজিত দলের রবিউল ও রনি গোল করেন। এর আগে কর অঞ্চল চট্টগ্রাম১ এর কমিশনার মো. শাহাদাৎ হোসেন সিকদার প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও কর অঞ্চল২ এর অতিরিক্ত কর কমিশনার মো. মোসাদ্দেক হুসেন স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া কর অঞ্চল চট্টগ্রাম২ এর কমিশনার মো. সামছুল আরেফিন, কর অঞ্চল চট্টগ্রামতিন এর কমিশনার ইখতিয়ার উদ্দিন মো. মামুন, কর অঞ্চল চট্টগ্রামচার এর কমিশনার ছাবিনা ইয়াসমিন ও কর আপীল অঞ্চল চট্টগ্রামের কমিশনার মো. শহিদুল ইসলামসহ উর্ধ্বতন কর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে চট্টগ্রামের ৫টি কর অঞ্চল অংশ নিচ্ছে। খবর বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধজীবনটাকে এমনভাবে গড়তে হবে, যাতে আমার জন্য অন্যের চোখে জল ঝরে
পরবর্তী নিবন্ধটি-টেন লিগে দল পাননি তামিম