চট্টগ্রাম কর বিভাগের উদ্যোগে আন্তঃ কর অঞ্চল ফুটবল টুর্নামেন্ট গতকাল মঙ্গলবার বিকেলে আগ্রাবাদ বহুতলা সরকারি কলোনি মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী দিনের খেলায় কর অঞ্চল চট্টগ্রাম–চার ৩–২ গোলে কর অঞ্চল চট্টগ্রাম–এক দলকে পরাজিত করেছে। বিজয়ী দলের ফরিদ, ইমরান ও সিরাজুল মুনির এবং বিজিত দলের রবিউল ও রনি গোল করেন। এর আগে কর অঞ্চল চট্টগ্রাম–১ এর কমিশনার মো. শাহাদাৎ হোসেন সিকদার প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও কর অঞ্চল–২ এর অতিরিক্ত কর কমিশনার মো. মোসাদ্দেক হুসেন স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া কর অঞ্চল চট্টগ্রাম–২ এর কমিশনার মো. সামছুল আরেফিন, কর অঞ্চল চট্টগ্রাম–তিন এর কমিশনার ইখতিয়ার উদ্দিন মো. মামুন, কর অঞ্চল চট্টগ্রাম–চার এর কমিশনার ছাবিনা ইয়াসমিন ও কর আপীল অঞ্চল চট্টগ্রামের কমিশনার মো. শহিদুল ইসলামসহ উর্ধ্বতন কর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে চট্টগ্রামের ৫টি কর অঞ্চল অংশ নিচ্ছে। খবর বিজ্ঞপ্তির।












