সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় আনোয়ার হোসেন নামের এক আসামির জামিন নামঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত তার জামিন নামঞ্জুর করেন। এর আগে কারাগারে থাকা এ আসামি আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে। মহানগর পিপি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ২০১৬ সালের ২৬ জুন থেকে মিতু হত্যা মামলায় আনোয়ার হোসেন কারাগারে আছেন। এ ঘটনায় তিনি আদালতে ১৬৪ ধারায় ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন।
পিপি বলেন, মূলত মোতালেব নামের এক আসামির আদালতে দেওয়া জবানবন্দিতেই আনোয়ার হোসেনের নাম উঠে আসে। একপর্যায়ে তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হন। আদালত সূত্র জানায়, ২০১৬ সালে ৫ জুন সকালে নগরীর ওআর নিজাম রোড়ে ছেলেকে স্কুলের বাসে তুলে দিতে গিয়ে খুন হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় তার স্বামী সাবেক এসপি বাবুল আক্তার বাদী হয়ে একটি মামলা করেন। পরবর্তীতে মিতুর বাবা বাবুল আক্তারকে আসামি করে একটি মামলা করেন।