বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তর আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ বালক ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম দক্ষিণ জোনে আনোয়ারা এবং চট্টগ্রাম উত্তর জোনে রাঙ্গুনিয়া ফাইনালে উঠেছে। গতকাল সকাল ১১টায় এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দক্ষিণ জোনের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় আনোয়ারা ১-০ গোলে বোয়ালখালীকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মো. মাকছুদুল আলম খেলার একমাত্র গোলটি করেন। আজ দক্ষিণ জোনের ফাইনালে বিজয়ী আনোয়ারা উপজেলা বাঁশখালী উপজেলার মোকাবেলা করবে। সকাল ১১টায় এ ফাইনাল খেলা এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে বিকেল ৪টায় অনুষ্ঠিত উত্তর জোনের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় রাঙ্গুনিয়া ২-১ গোলে রাউজান উপজেলাকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়েছিল। রাঙ্গুনিয়ার পক্ষে সাইদ হোসেন রাফি প্রথম গোল করেন। এ অর্ধে রাঙ্গুনিয়া দল আধিপত্য বিস্তার করে খেলে।
এক গোলে এগিয়ে থাকা রাঙ্গুনিয়া দল দ্বিতীয়ার্ধে আরো একটি গোল লাভ করে। তবে দ্বিতীয়ার্ধের ৮ মিনিটের সময় রেফারীর অফসাইডের সিদ্ধান্তে রাউজান দলের ডাগআউটে থাকা কোচ অসৌজন্যমূলক আচরণ করেন। রেফারী তাকে লাল কার্ড দেখালে উত্তেজিত কোচ রেফারীর হাত থেকেই কার্ড কেড়ে নেন এবং উল্টো রেফারীকেই প্রদর্শনের চেষ্টা করেন। রেফারী তার সিদ্ধান্তে অটল থেকে খেলা চালিয়ে যান। লাল কার্ড দেখা কোচ পরে মাঠ থেকে বের হয়ে যান। এ ঘটনার কিছু পর রাঙ্গুনিয়া দ্বিতীয় গোল পায়। বদলি খেলোয়াড় আরমান হোসেন কোনাকুনি শটে গোল করে দলকে এগিয়ে নেন ২-০ গোলে। এরপর আবারো রেফারীর সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাউজানের এক কর্মকর্তা। রেফারী তাকেও হলুদ দেখান। খেলার শেষের দিকে এসে গোল শোধে মরিয়া রাউজান বেশ চড়াও হতে থাকে রাঙ্গুনিয়া সীমানায়। এ থেকে তারা একটি গোলও আদায় করে নিতে সক্ষম হয়। দলের মোবারক হোসেন গোল করে ব্যবধান কমান (১-২)। পরে বেশ কয়েকটি সুযোগ পেলেও রাউজান খেলায় সমতা আনতে পারেনি। ফলে পরাজয় নিয়ে মাঠ ত্যাগ করতে হয় তাদের। রাঙ্গুনিয়া দল বালকদের উত্তর জোনের ফাইনালে আজ ফটিকছড়ির মোকাবেলা করবে। এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ বালিকা ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ জোনের ফাইনালে উঠেছে পটিয়া এবং উত্তর জোনের ফাইনালে উঠেছে সীতাকুন্ড উপজেলা। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে সকাল ৯.৩০টায় অনুষ্ঠিত দক্ষিণ জোনের দ্বিতীয় সেমিফাইনালে খেলায় পটিয়া উপজেলা ৬-০ গোলে বোয়ালখালী উপজেলাকে পরাজিত করে। বিজয়ী দলের সোমা সর্দার হ্যাট্রিকসহ একাই ৪টি গোল করেন। এছাড়া ইয়াছমিন আক্তার এবং ইসরাত জাহান আঁখি ১টি করে গোল করেন বিজয়ী দলের পক্ষে। দক্ষিণ জোনের ফাইনালে পটিয়া আজ সকাল ৯.৩০টায় বাঁশখালীর বিরুদ্ধে খেলবে। এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।
বিকেল ২.৩০টায় অনুষ্ঠিত চট্টগ্রাম উত্তর জোনের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় সীতাকুন্ড উপজেলা ১-০ গোলে রাউজান উপজেলাকে পরাজিত করে। বিজয়ী দলের অধিনায়ক বৈশাখী রানী দাশ খেলার একমাত্র গোলটি করেন। বিজয়ী সীতাকুন্ড দল চট্টগ্রাম উত্তর জোনের ফাইনালে আজ ফটিকছড়ির মোকাবেলা করবে। বিকাল ২.৩০টায় এ খেলা এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।