আনোয়ারা ভূমি অফিস পরিদর্শনে বিভাগীয় কমিশনার

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ৬ অক্টোবর, ২০২৫ at ৬:০০ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলা ভূমি অফিসের চলমান ভূমি সেবা কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দীন। গতকাল রোববার দুপুরে তিনি পরিদর্শনে যান। পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার অফিসের কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবাপ্রার্থীদের সাথে কথা বলেন। সেবাপ্রার্থীদের অভিযোগ শুনেন। ভূমি সেবা কার্যক্রম বাড়ানোসহ বিভিন্ন অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরাসহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তাকর্মচারী।

পূর্ববর্তী নিবন্ধগণভোট নিয়ে দলগুলো একমত
পরবর্তী নিবন্ধআনোয়ারা হাসপাতালের সমস্যা সমাধানে স্বাস্থ্য পরিচালকের কাছে জেলা বিএনপি নেতার স্মারকলিপি