আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির প্রথম সভা

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ২৩ আগস্ট, ২০২৫ at ১১:২৮ পূর্বাহ্ণ

আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার বিদ্যালয়ের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি মো.নুর আলীর সভাপতিত্বে, প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব মোহাম্মদ এরফান চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি বিদ্যালয়ের সহকারি শিক্ষক আজগর আলী। সভায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ বিভিন্ন প্রস্তাবের ওপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। কমিটির সভাপতি মো.নুর আলী তাঁর বক্তব্যে বিদ্যালয়ের উন্নয়নে নব গঠিত এডহক কমিটিকে সার্বিক সহযোগিতা করার জন্য বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, গত ১১ আগস্ট চট্টগ্রাম শিক্ষা বোর্ড আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন করেন।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ মুজিবুল বশর মাইজভাণ্ডারীর খোশরোজ শরীফ সম্পন্ন
পরবর্তী নিবন্ধনুরজাহান রুমকি