করোনা ভ্যাকসিন টিকা কার্যক্রম উৎসাহিত করতে আনোয়ারা প্রেসক্লাবের উদ্যোগে ৩ দিন ব্যাপী বিনামূল্যে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়েছে। এনজিও সংস্থা নির্মল ফাউন্ডেশনের সহযোগিতায় গত বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার চাতরী চৌমুহনী বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক। সাংবাদিক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও মো. ইমরান হোসাইনের সঞ্চালনায় অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন কন্ট্রাক্টর, ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন, মীর মোশারফ হোসেন, নুরুল আবছার তালুকদার, প্রেসক্লাব সভাপতি এম. আনোয়ারুল হক, হুমায়ূন কবির শাহ্ সুমন, খালেদ মনছুর, রেজাউল করিম সাজ্জাদ প্রমুখ। আজ শনিবার বিকাল ৪টা পর্যন্ত বিনামূল্যে এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।