আনোয়ারা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে গ্রিল কেটে চুরি

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:৫৯ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতালে গত রোববার দিবাগত মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ ২৫ হাজার টাকা, মূল্যবান কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ চুরি হয় বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে গতকাল সকাল ১০ টায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলার গুরুত্বপৃর্ণ এ কার্যালয়টিতে কর্তৃপক্ষ রাতে নিরাপত্তার দায়িত্বে কোন নৈশপ্রহরী প্রদায়ন না দেওয়া নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় ভেটেনারি সার্জন ডা. করবী বড়ুয়া (২৯) বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয় গত রবিবার বিকেল ৫টার সময় স্বাভাবিক ভাবে প্রাণিসম্পদ কার্যালয় বন্ধ করে আমরা কর্মস্থল ত্যাগ করি। পরদিন সকালে এসে দেখি গ্রিল কেটে হাসপাতালে চুরি হয়েছে। অভিযোগে চুরি হওয়া মালামাল হিসেবে ১টি এইচপি ব্র্যান্ডের ডেস্কটপ কম্পিউটার, ১টি ডেঙটপ কম্পিউটারের সিপিউ, এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ, ১টি এসার ব্র্যান্ডের ল্যাপটপ, ১৩টি লিনেভো ব্র্যান্ডের ট্যাব, ১টি সনি ব্র্যান্ডের এলইডি টিভি, ১টি সিসি টিভি ক্যামেরার ডিভিআর, ১টি সনি ব্যান্ডের ডিজিটাল ক্যামেরাসহ নগদ ২৫ হাজার টাকা চুরি হয়েছে বলে উল্লেখ করা হয়।

প্রাণিসম্পদ কার্যালয়ে কোন নৈশ প্রহরী না থাকা নিয়ে জানতে চাইলে ভেটেনারি সার্জন ডা. করবী বড়ুয়া জানান, আমাদের কার্যালয়ে নৈশ প্রহরীর কোন পদ নেই। তাই অফিসের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামরা বসানো হয়েছে।

আনোয়ারা উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতালের অফিস সহকারী মো. ইয়াছিন বলেন, সকালে আমি অফিসে এসে দেখি সব কিছু এলোমেলো অবস্থা, জানালার গ্রিল কাটা ও কাগজপত্র ছড়ানো ছিটানো। তখন বুঝতে পারি রাতে চুরি হয়েছে। এ ঘটনা দেখতে পেয়ে অফিসের স্যারদের অবহিত করি।

স্থানীয় বাসিন্দা বাহার বলেন, উপজেলার একপাশে অবসিহত এতবড় একটা অফিসে কেন নৈশ প্রহরী নেই, সে প্রশ্নের জবাব কে দিবে। সিসিটিভি তো মানুষ না যে চোর ধরতে পারবে, চোর ধরার জন্য যে সিসিটিভি ক্যামরা বসানো হয়েছে, চোর তো ক্যামরা অচল করে হার্টডিঙসহ সব নিয়ে গেল। আমার বিশ্বাস নৈশ প্রহরী থাকলে এ অফিস কখনো চুরি হতে পারতো না।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া জানান, চুরির বিষয়টি জানার পরপরই পুলিশকে জানানো হয় । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী সাংবাদিকদের জানান, ঘটনার আলামত, তথ্যউপাত্ত সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ তদন্ত করে দায়ীদের খুঁজে আইনের আওতায় আনবে।

পূর্ববর্তী নিবন্ধসবার জন্য সমান সুযোগ দেখছে না জামায়াত
পরবর্তী নিবন্ধবেগম রোকেয়া দিবস আজ