আনোয়ারা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডিই) এর উদ্যোগে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদযাপন উপলক্ষে আনোয়ারা নোয়া রাস্তা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মোখলেসুর রহমান। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় আনোয়ারা উপজেলা পরিষদের সামনে এই সংস্কার কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল আহমদ, নির্বাহী প্রকৌশলী একেএম আমিরুজ্জামান, আনোয়ারা উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান, উপ-সহকারী প্রকৌশলী খলিলুর রহমান, আনোয়ারা উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি ভিপি জাফর উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ছগীর আহমেদ চৌধুরী আজাদ, সিনিয়র সদস্য মো. জসিম উদ্দিন। সড়ক উদ্বোধনকালে প্রধান অতিথি অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মোখলেসুর রহমান জানান, সারা দেশের ন্যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পুরো মার্চ মাস জুড়ে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস পালন হচ্ছে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডিই) এর অধীনে পরিচালিত চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ৭শ ৮২ কিলোমিটার সড়কের সংস্কার কাজ চলছে। তার মধ্যে আনোয়ারায় ২শ ৩৪ কিলোমিটার সড়কের মধ্যে যে সকল সড়কে বড় ও ক্ষুদ্র মেরামতের প্রয়োজন আছে সেই সব সড়ক জরুরি ভিত্তিতে মেরামত করা হচ্ছে।