পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে চন্দনাইশ-বোয়ালখালী ও আনোয়ারার ২৫ ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরাও বহিষ্কৃত হচ্ছেন। প্রত্যাহার পর্যন্ত অপেক্ষা করছে দক্ষিণ জেলা আওয়ামী লীগ। মনোনয়নপত্র প্রত্যাহারের দিন বিদ্রোহীরা-আওয়ামী লীগের দলীয় প্রার্থীর সমর্থনে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে না দিলে তাদেরও বহিষ্কারের সিদ্ধান্ত নিবে জেলা আওয়ামী লীগ।
এর আগে গত ৮ ডিসেম্বর দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় পটিয়া-কর্ণফুলী ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২২ জন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছিল।
এই ব্যাপারে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান আজাদীকে জানান, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে পটিয়া-কর্ণফুলী ও লোহাগাড়া উপজেলায় দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বহিষ্কারের সুপারিশ আমরা কেন্দ্রে পাঠিয়ে দিয়েছি। জেলা আওয়ামী লীগের সভায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২২ জন নেতাকে চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানোর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। এখন পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আনোয়ারা-বোয়ালখালী এবং চন্দনাইশের বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র জমাদনের শেষদিনে মনোনয়নপত্র প্রত্যাহার করে না নিলে তাদেরকেও আমরা বহিষ্কারের সিদ্ধান্ত নেবো। আমরা প্রত্যাহার পর্যন্ত অপেক্ষা করছি।
উপজেলা পর্যায়ে খবর নিয়ে জানা গেছে, আনোয়ারা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থী মিলে ৩০ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আনোয়ারায় সবচেয়ে বেশি বিদ্রোহী প্রার্থী রায়পুর ইউনিয়নে ৬ জন। এরপর পরৈকোড়া ইউনিয়নে ৪জন, সদর ইউনিয়নে ৪জন।
এদিকে বোয়ালখালী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের পাশাপাশি বিদ্রোহীরাসহ মিলে মোট ৩১ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে চন্দনাইশ উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষদিনে আওয়ামী লীগ মনোনীত ৭ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পঞ্চম ধাপের তফসিল অনুযায়ী দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, বোয়ালখালী ও চন্দনাইশের ২৫ ইউনিয়নে আগামী বছরের ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ধাপের নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর। উল্লেখ্য, চতুর্থ ধাপে পটিয়া, লোহাগাড়া ও কর্ণফুলী উপজেলার ২৭ ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।