আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এর অভ্যন্তরে কারখানা ছুটির পর শ্রমিক বহনকারী একটি বাস উল্টে প্রায় ২০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে ছুটি শেষে বাড়ি ফেরার সময় কেইপিজেড এর কেপিপি–২ কারখানার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল কারখানা ছুটির পর শ্রমিক বহনকারী বাসটি দ্রুত গতিতে এসে কেইপিজেডের অভ্যন্তরের কেপিপি ২ মোড় এলাকায় এসে উল্টে গিয়ে ২০ শ্রমিক আহত হয়। আহতদের অধিকাংশ নারী রয়েছে। অধিকাংশ শ্রমিকদের বাড়ি পটিয়া উপজেলায় বলে জানা গেছে। অতিরিক্ত গতিতে চালক গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে উল্টে যায়। এতে বাসে থাকা শ্রমিকদের অনেকেই ছিটকে পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে। আহত শ্রমিকরা বিভিন্ন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে বলে জানা গেছে। কেইপিজেড এ কর্মরত শিল্প পুলিশের উপ–পুলিশ পরিদর্শক মো. বাহার জানায়, কারখানা ছুটির পর বাসটি শ্রমিক নিয়ে রওনা দিলে কারখানার অভ্যন্তরের কেপিপি টু এলাকায় উল্টে গিয়ে ২০ শ্রমিক আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর পর চালক পালিয়ে গেছে।