চট্টগ্রাম–১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, কোনো ষড়যন্ত্র আনোয়ারা–কর্ণফুলীতে বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না। আনোয়ারা–কর্ণফুলীর বিএনপি দলের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মনোনীত দলের প্রার্থী হিসেবে আমি দলের সকল স্তরের নেতা কর্মীকে সকল ভেদাভেদ বলে ধানের শীষের বিজয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। সেই সাথে নির্বাচনে বিএনপির পরিচয় দিয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কখনো বিএনপিতে আর স্থান হবে না। আগামী ২৫ তারিখ তারেক রহমানের জনসভায় রেকর্ড পরিমাণ উপস্থিতির মাধ্যমে আমরা প্রমাণ করে দিব আনোয়ারা–কর্ণফুলী বিএনপির ঘাঁটি। এ আসনে ধানের শীষ বিপুল ভোটে জয় লাভ করে তারেক রহমানকে উপহার দিব।
গতকাল বুধবার রাত ৮ টায় উপজেলার তৈলারদ্বীপস্থ নিজ বাসভবনে তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে জনসভা সফল করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনোয়ারা উপজেলা মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবুর সঞ্চালনায় বক্তব্য দেন, সরওয়ার জামাল নিজামের সন্তান শাহওয়াজ জামাল নিজাম, এম মনজুর উদ্দিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, অ্যাড. ফৌজুল আমিন চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান, ভিপি মোজাম্মেল হক, শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির চৌধুরী আনসার, সাবেক চেয়ারম্যান হাসান চৌধুরী, আখতারুন্নবী চৌধুরী, ইলিয়াস কাঞ্চন, সাইফুল ইসলাম, সেলিম উল্লাহ চৌধুরী, জিয়াউদ্দিন আশফাক, বদরুল হক চৌধুরী, মোহাম্মদ ইউনুচ চৌধুরী, অ্যাড লোকমান শাহ্, ইকবাল হায়দার চৌধুরী, রফিকুল ইসলাম খোকা প্রমুখ।











