চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ তাদের মালিকানা ফিরে পাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমাদের রাজপথে থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ডাক দেয়ার সাথে সাথে আমাদের মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। গত মঙ্গলবার বিকেলে আনোয়ারা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত ছাত্র–জনতার বিজয় মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী নির্বাচনে আনোয়ারা–কর্ণফুলী আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে দলীয় নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আনোয়ারা–কর্ণফুলী আসনটি ঐতিহাসিক নির্বাচনী ফলাফলের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানকে উপহার দিতে হবে। আনোয়ারা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই বিজয় মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার রফিক আহমদ, জাগির আহমেদ, দিল মোহাম্মদ মঞ্জু, এম মনসুর উদ্দিন, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মোজাম্মেল হক, জামাল উদ্দিন আনসারী, মোহাম্মদ কাশেম, মোহাম্মদ জসিম, মোহাম্মদ জাহাঙ্গীর, রফিক ডিলার, মোস্তাক আহমেদ, মঈনুল আলম ছোটন, ফরিদুল আলম মিল্টন, আবদুল হক, মোহররম আলী, ইউচুপ মাস্টার, বদরুল হক, আবু বক্কর, মোহাম্মদ আকতার, ইসমাইল তালুকদার, মোহাম্মদ সাদেক, কনক চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস, নুরুল ইসলাম, আবু সালেহ, মামুন খান, বিএনপি নেতা নেছার উদ্দিন, মোহাম্মদ নাছির, দিদার, টিপু চৌধুরী, মোহাম্মদ ফেরদৌস, ইলিয়াস, আনোয়ারা উপজেলা যুবদল নেতা জিয়াউল কাদের জিয়া, সোহেল, আমিন, আলম, কবির, ওসমান শিকদার, শোয়েব, হোসেন, আরিফ, মোরশেদ, সালাউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা লৎফুর আনম টিটু, ইকবাল হায়দার প্রমুখ। এর আগে বিশাল বিজয় মিছিলটি আনোয়ারা উপজেলার কালাবিবি দীঘির মোড় থেকে শুরু হয়ে চাতুরী চৌমুহনী এলাকার শশী ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।